সোমবার - ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনাম

    সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

    সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

    সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে ৫’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
    সোমবার(২১ এপ্রিল)সকাল থেকে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে জেলার ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি।
    রোববার(২১ এপ্রিল)দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
    তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের হিজলদী সিমান্ত থেকে ৫’শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে বিজিবি।এছাড়াও, ঘোনা সিমান্তের বাশতলা ও পাটকেলঘাটা থেকে ৯ লাখ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা আটক করে।
    তলুইগাছা সিমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।কাকডাঙ্গা সিমান্ত থেকে ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।সুলতানপুর সিমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া সিমান্তে বিশেষ আভিযানে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
    তিনি আরো জানান, সর্বমোট ১৪ লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে বিজিবি।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

    Share on facebook
    Facebook
    Share on twitter
    Twitter
    Share on linkedin
    LinkedIn