
সাতক্ষীরায় দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের উপর কমিউনিটি পর্যায়ে বার্ষিক সেমিনার অনুষ্ঠিত
আজ ২৭ শে মে সাতক্ষীরায় দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর ব্যবস্থাগুলি চিহ্নিত করতে এবং কমিউনিটি পর্যায়ে অভিযোজন প্রশমন ক্ষমতা বাড়াতে বার্ষিক সেমিনার সাতক্ষীরা মিশনের সম্মেলন কক্ষে এনজিও সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের আইডিপিডিসিপ্রকল্পের উদ্যোগে সাতক্ষীরা মিশনের ফাদার জোসেফ নরেন জে বৈদ্যের সভাপতিত্বে এক বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনির হোসেন। এ ছাড়া অন্যান্য হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকার নির্বাহী পরিচালক আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য প্রদীপ দাস, দিপালী দাস প্রমুখ। সংস্থার সিডিএ মিলন সেনও তৃষ্ণা বৈরাগী সমস্ত অনুষ্ঠান পরিচালনার সহযোগিতা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিডিও, আইডিপিডিসি প্রকল্পে এর সাতক্ষীরা সদর উপজেলার ইনচার্জ ধীমান রায়। সেমিনারে শুরুতেই আসন গ্রহণ, সভাপতির স্বাগত বক্তব্য,
সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য, কারিতাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সমুহ সহভাগিতা, দুর্যোগ কি? দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর ব্যবস্থা গুলো চিহ্নিতকরন ও মোকাবেলায় আমাদের করণীয় সমুহ। প্রজেক্টর মাধ্যমে প্রেজেন্টেশন, উন্মুক্ত আলোচনা, ত্যাগ ও সেবা অভিযান ২০২৫। সেইফ গার্ডিং ও সমাপনীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।