
সাংবাদিক মোঃ আহাদুল্লাহ সানার চাচা মাষ্টার মিজানুর সানার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
দৈনিক আনন্দ বাতার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আহাদুল্লাহ সানার চাচা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল সানাবাড়ীর কৃতি সন্তান মাষ্টার মিজানুর রহমান গত৬মে ভোর ৫:৩০ মিনিটের সময় সাতক্ষীরা একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার জনিত কারণে ৬৪বছর বয়সে ইন্তেকাল করেন।
ঐ দিন মঙলবার বিকালে আসরের নামাজ শেষে বড়দল সানা বাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা নামাজ শেষে উক্ত কবরস্থানে মরহুমের কবরস্থ করা হয়।তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অবসরপ্রাপ্ত লেঃকর্নেল জি এম জামাযেত হোসেন, পিডিবি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, প্রধান শিক্ষক আহসান উল্লাহ, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারিপরীক্ষা নিয়ন্ত্রক এবিএম সোলায়মান হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা, প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, মেম্বার কে এম রকিবুজ্জামান মেম্বার আঙ্গুর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান বিএনপি নেতা আনারুজ্জামান টিটু, জিএম জাকির হোসেন, শুভসানা প্রমুখ।
এদিকে দৈনিক আনন্দ বার্তার সম্পাদক ও প্রকাশক জেবিএস আনন্দ বোধি ভিক্ষু এবং বার্তা সম্পাদক স ম জিয়াউর রহমানও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।