
সমিতির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে
বান্দরবানে নবান্ন মহিলা সমিতির নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই কাজের মূল হোতা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কর্মী কহিনূর আক্তারের বিরুদ্ধে।
সরজমিনে তদন্ত করে দেখা যায়, বান্দরবান সদর উপজেলা ও পৌরসভার মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার প্রলোভন দেখিয়ে তাদের নবান্ন মহিলা সমিতির সদস্য করে মাসিক কিস্তিতে টাকা জমা নিয়ে তা আত্মসাৎ করেন কহিনূর আক্তার ও তার স্বামী সাইফুল ইসলাম।
ভুক্তভোগী রাশেদা বেগম বলেন, এই মহিলা নানাভাবে আমাদের সমিতির মাধ্যমে ঋণ সুবিধা সহ নানা সুযোগ সুবিধার কথা বলে আমাদের থেকে মাসিক অর্থ জমা নেয়, আমরা তার প্রতারণা ধরতে না পেরে তাকে মাসিক টাকা দিতে থাকি কিন্তু যখন ঋণ চাই এই কহিনূর আর ঋণ দিচ্ছে না, মূল টাকা ও ফেরত দিচ্ছে না, আমরা এর বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো এক মহিলা বলেন,
এই প্রতারক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে আরো অভিযোগ হলো, বিভিন্ন সময় সেনাবাহিনী, সমবায় অফিস সহ নানা দপ্তর থেকে আবেদন করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে এবং জিনিসপত্র নিয়েছে। আমরা বিভিন্ন মারফতে জানতে পেরে তার কাছে সেগুলোর হিসাব চাইলে, সে নানা ভাবে হুমকি দেয় এবং বীর বাহাদুর, কেএসমং এর নাম ব্যবহার করে হুমকি দেয়, আমাদের কষ্টার্জিত অর্থগুলো সে এভাবে লুটপাট করেছে,আমরা এর বিচার দাবী করছি।
ভুক্তভোগীরা দীর্ঘ দিন নানা হুমকি ধামকির ভয়ে চুপ ছিলেন বলে জানান, স্বৈরাচার সরকারের সময় নানা ভাবে প্রশাসনকে অবহিত করলে ও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয় নাই, এখন তারা আবার ও দ্রুত সময়ের মধ্যে পুলিশ সহ প্রশাসনকে অভিযোগ দিবেন বলে জানান এবং এই লুটপাটের বিচার নিশ্চিতের দাবী করেন।