
শিলচরে পুড়ল পাকিস্তানের জাতীয় পতাকা
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ আসামের শিলচরে। সংগঠনের সদস্যরা হাতে হাতে মোমবাতি ও পাকিস্তানের জাতীয় পতাকা জ্বালিয়ে প্রতিবাদ করেন। বুধবার (২৩ এপ্রিল ) শিলচর ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে বিভিন্ন সংগঠনের সদস্য সহ শিলচর স্থানীয় জনগণরা জম্মু ও কাশ্মীরের পহেলগাঁয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে। অপরদিকে এদিন সন্ধ্যায় শ্রীভূমি জেলার বাজারিছড়ায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির পাদদেশে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এই প্রতিবাদ সভায় কাশ্মীর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি সন্ত্রাসবাদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।