শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শিক্ষক

শিক্ষক

এস এন লিপা

 

ইউনূস সরকারের কেরামতি
পরীক্ষায় জ্বালিয়েছে মোমবাতি?!!!

একজন শিক্ষক হয়ে দেশকে করেছে আলোকিত
যার দাপটে পরীক্ষা হল পুলকিত?!!

এরপর হবে বই নাই তাতে কি? দেও পরীক্ষা !
এটাই জাতির উচিত শিক্ষা!

শিক্ষা জাতির মেরুদন্ড
এখানেই কেন এতো দ্বন্দ্ব!!?

ইউনূস স্যার অতি সরল
খালি কাজের ভেতর কেমন যেন গরল!!

নিজের কর মাফ সাফ
আর জনগণের বাধ্যতামূলক, প্লিজ ডোন্ট লাফ।

বই খাতা কলম ছেড়ে টাকার‌ পেছন ছোটে ওরা
বলুন তো ওরা কারা?
ওরা মেধাবী, এনসিপির ছাত্র ওরা!

ওরা সমন্বয়ক!ওরা নেতা ওরা ভাইরাল
বেশি বললে করে দিবে ফাইনাল!

ইউনূস স্যার ওদের শিক্ষক
বুঝতে হবে কেমন শিক্ষক !

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn