
লন্ডনে জয়শংকরের নিরাপত্তা লংঘনের ঘটনায় নিন্দায় ব্রিটেন
বুধবার (৫ মার্চ) লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের গাড়ির সামনে ভারতের জাতীয় পতাকা ছিড়ে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। বিদেশমন্ত্রীর নিরাপত্তা লংঘনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দায় সরব হয়েছে নায়দিল্লি। এবার এই ঘটনায় নিন্দা জানাল ব্রিটেন। ব্রিটেনের দাবি, ঘটনার পর তৎপরতার সঙ্গেই পরিস্থিতির সামাল দিয়েছে সেখানকার পুলিশ। এই ধরনের ভীতি প্রদর্শনের কোনও চেষ্টাই তাঁরা বরদাস্ত করবে না বলেও জানিয়েছে ব্রিটেন। এই প্রসঙ্গে ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর এর এক মুখপাত্র বলেন, ” ভারতের বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের মাঝে চ্যাথাম হাউসের বাইরের ঘটে যাওয়া ঘটনায় আমরা কড়া নিন্দা করছি। সর্বদা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষেই থেকেছে ব্রিটেন। তবে কোনৎ প্রকার ভয় দেখানো হুমকি দেওয়া বা সরকারি কোনও অনুষ্ঠানকে বিঘ্নিত করার চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে উক্ত ঘটনায়। ব্রিটেন সফরে আসা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর রয়েছি আমরা।”