মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

রামপালে বার্ষিক পুরষ্কার বিতরণী সভা

রামপালে বার্ষিক পুরষ্কার বিতরণী সভা

 

বাগেরহাটের রামপালে গিলাতলার সুন্দরপুর প্রকল্প প্রাঙ্গণে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ মে) সকাল ১০ টায় গিলাতলার সুন্দরপুর ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সুন্দরবন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভু রঞ্জন গোলদার, সংরক্ষিত আসনের মহিলা সদস্য তাহেরা বেগম, কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হাওলাদার রুহুল আমীন, সহকারী শিক্ষক তাহিরাতুল জান্নাত, সাবেক ইউপি সদস্য ফকির নজরুল ইসলাম মুক্ত, সমাজকর্মী এ্যালেক্স মিত্র, সাংবাদিক শেখ সাগর আহমেদ, প্রকল্প সম্পাদক শিবানন্দ মিস্ত্রি, সদস্য অমোঘ রোজারিও প্রমুখ।
ব্যাপ্টিস্ট চার্চ গিলাতলা বিডি ০৩১০ এর আয়োজনে ও ক্যাম্পাশন ইন্টারনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্প লক্ষ্য ও উদ্দেশ্য সমাজের ও অবহেলিত শিশুদের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানা, শিশু সুরক্ষা, শিক্ষা, যুবক-যুবতীদের উন্নয়ন, জীবিকায়ন ও জলবায়ু এবং দুর্যোগের ঝুকি কমানোর নিশ্চয়তা প্রদানে সমাজে তাদেরকে সুনাগরিক ও আদর্শ মানুষ রূপে প্রতিষ্ঠিত করা। এমনটাই জানান, প্রকল্প ব্যাবস্থাপক সুদেব কুমার দাশ। এ সময় প্রকল্পের উপকারভোগী বিপুল সংখ্যক শিশু ও মায়েরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn