শনিবার - ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজস্থানে বহুতল হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু 

রাজস্থানে বহুতল হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

 

 

ভারতের রাজস্থানে বহুতল হোটেলে অগ্নিকান্ডে ৪জনের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, অজমেরের একটি বহুতল হোটেলে বৃহস্পতিবার (১ মে) সকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে আতংকিত হয়ে কেউ দোতলা, কেউ তিনতলা থেকে লাফ মেরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু লাফ মারার পরই এক কিশোর সহ ৪ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকান্ডে আরও ৮ জন ঝলসে গিয়েছেন। তাঁদের ও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টায় স্থানীয়রা হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরা হোটেল কর্তৃপক্ষকে সর্তক করেন। তার মধ্যেই আগুন হু হু করে হোটেলের অন‍্য তলাগুলিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে । আটকে থাকা লোকজনদের উদ্ধার করা হয়। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রত‍্যক্ষদর্শীদের দাবি, এসি থেকেই আগুন ছড়িয়ে পড়ে হোটেলে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn