মঙ্গলবার - ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে “যুব উদ্যোক্তা সেরা মেহেদি আর্টিস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে “যুব উদ্যোক্তা সেরা মেহেদি আর্টিস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাভারে প্রথম বারের মতন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে “যুব উদ্যোক্তা সেরা মেহেদি আর্টিস্ট” প্রতিযোগিতা-২০২৫ ও উদ্যোক্তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেহেদী আর্টিস্টরা অংশ গ্রহণ করেন। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান সোমো কায়সার ও যুব উদ্যোক্তা ফাউন্ডেশন ফাউন্ডার দিদারুল দিপু। প্রতিযোগিতা প্রথম হয়েছে খুশবু, দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস এবং তৃতীয় হয়েছেন রুকাইয়া জাহান যুথি । আয়োজক কমিটির প্রধান দিদারুল দিপু বলেন, যুব উদ্যোক্তা ফাউন্ডেশন উদ্যোক্তাদের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে, তারি ধারাবাহিকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সকল মেহেদী উদ্যোক্তাদের প্রচার-প্রসারের জন্য যুব উদ্যোক্তা সব সময় কাজ করে যাচ্ছেন। একই সাথে তরুণ উদ্যোক্তাদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয় এসময়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসমা আক্তার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শফিক পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, উদ্যোক্তা ও সংগঠক ফিরোজা আক্তার প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn