মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু

 

যশোরের শার্শা উপজেলায় কৃষি জমিতে ধান জড়ো করার সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে আমির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত হলেন, উপজেলার ১০নং শার্শা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বেড়ী নারাণপুর গ্রামের মো,কোরমান আলীর ছেলে আমির হোসেন (৪৫)।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টায় বেড়ী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে নিজেদের জমিতে ধান জড়ো করার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।

হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বিকট শব্দ শুরু হয় এবং কৃষি জমিতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনার স্থলেই বজ্রপাতে এই কৃষক নিহত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ঐ কৃষকের বাড়িতে যাওয়া হয়।তাদের পরিবারবর্গদের সান্তনা দেন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, কৃষিজমিতে ধান গাদা দোয়ার সময় বেড়ী নারায়ণপুর গ্রামে বজ্রপাতে ১জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের মৃতদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn