বুধবার - ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

মিরপুরে এক বাউলের আস্তানা ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা

মিরপুরে এক বাউলের আস্তানা ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা

 

কুষ্টিয়ার মিরপুরে আহমদপুর গ্রামের নিশান আলী নামের এক বাউলের আড্ডাঘর ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় সরকারি খালের ওপর গড়ে তোলা ওই আড্ডাঘরের টিনের চালা ভেঙে ফেলা হয়েছে।

শনিবার (০৮জুন) দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

আবদুল খালেক জানান, কে বা কারা বাউলের আস্তানা ভাঙল, তা আমরা খতিয়ে দেখছি।

তিনি জানান, গত ৬ তারিখ নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে একজনকে মারধর করেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনায় দায়ের করা মামলায় নিশানও আসামি। তার জের ধরেও ভাঙচুর চালানো হতে পারে। তবে নিশান বাউল পলাতক বলে জানান সহকারী পুলিশ সুপার।
এদিকে মোবাইলে নিশান আলী জানান, তিনি বর্তমানে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে আছেন।

তিনি আরও জানান, কেন আমার ঘর ভাঙা হলো আমি জানি না। রোহেলের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে এই বাউল জানান, আমার চাচাতো ভাইদের সঙ্গে পাওনা টাকা নিয়ে রোহেলের দ্বন্দ্ব ছিল। তারা টাকা উদ্ধার করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে। এখন চাচাতো ভাইদের সমস্যা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের খালের ওপর অবস্থিত আড্ডাঘরটি লোকালয় থেকে দূরে হওয়ায় এলাকাবাসীও কিছু বলতে পারছেন না।

তারা বলছেন ওই ঘরে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn