বুধবার - ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মধ‍্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ” বিষাক্ত ” কুয়োয় পড়ল যাত্রীবাহী ভ‍্যানগাড়ি, ১০ জন নিহত

মধ‍্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ” বিষাক্ত ” কুয়োয় পড়ল যাত্রীবাহী ভ‍্যানগাড়ি, ১০ জন নিহত

 

 

নিয়ন্ত্রণ হারিয়ে ১৩ জন যাত্রীকে নিয়েই কুয়োয় পড়ল ভ‍্যানগাড়ি। রবিবার (২৭ এপ্রিল ) দুপুরে ভারতের মধ‍্যপ্রদেশের মান্দাসোর জেলায় ঘটনাটি ঘটেছে। কুয়োয় থাকা বিষাক্ত গ‍্যাসের প্রভাবে মৃত্যু হয়েছে ১০ জনের। বাকিদের চিকিৎসা চলছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার (২৭ এপ্রিল ) দুপুরে মান্দাসোরের কাচারিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ১৩ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল ভ‍্যানটি। তখনই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভ‍্যানটি কুয়োয় পড়ে যায়। খবর পেয়েই উদ্ধারে ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন‍্যান‍্য উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ততক্ষণে অবশ‍্য গাড়িতে থাকা ৯ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপ মুখ‍্যমন্ত্রী জগদীশ দেওড়া। জগদীশ জানান, কুয়োয় ভিতর বিষাক্ত গ‍্যাস ছিল। তার প্রভাবেই মৃত্যু হয়েছে যাত্রীদের। মান্দাসোরের ডিআইজি মনোজ কুমার সিংহ  সংবাদ সংস্থাকে জানান, ” গাড়ির ভিতরে ১৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ‍্যে ৯ জন প্রাণ হারিয়েছেন। ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন সাহসী গ্রামবাসী উদ্ধার অভিযান চলাকালীন মারা গিয়েছেন। মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn