বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

ভূমিহীন কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে উদ্যমী হবার আহ্বান – সিরাজগঞ্জে ভূমিহীন কৃষক সমাবেশ

ভূমিহীন কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে উদ্যমী হবার আহ্বান – সিরাজগঞ্জে ভূমিহীন কৃষক সমাবেশ

 

কৃষি সংস্কার কমিশন সহ ৭ দফা দাবীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি

আজ বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ পৌর মুক্তমঞ্চে ভূমিহীন কৃষকদের এক সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে একটি মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ৭ দফা দাবীসহ স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশী।

সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবীর মুখেও তারা কৃষি, কৃষক, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই।

অবিলম্বে কৃষি ও ভূমি সংস্কার কমিশন গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট দুইটি মন্ত্রনালয়ে স্মারকলিপি দিয়েছি। সর্বশেষ আমরা প্রধান উপদেষ্টার দপ্তরেও স্মারকলিপি দিয়েছি।

সমাবেশে সংহতি জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বলেন, ৫৪ বছরের এ দেশ এখনো ২০০ বছরের পুরাতন ব্রিটিশ উপনিবেশিক আইনে চলে। ভূমিহীন কৃষকের পক্ষের আইন বানাতে আগের সরকারগুলোর মতো যদি ইউনুস সরকারও ব্যর্থ হয়, আগামী দিনে আপনাদের সংসদে গিয়ে নিজেদের পক্ষের আইন নিজেরাই বানাতে হবে। অন্যান্য দল, সংগঠনের উপর নির্ভারতা কাটিয়ে নিজেরাই স্বাবলম্বী হতে হবে। ভূমিহীন কৃষকের যে কোন প্রয়োজন রাষ্ট্র সংস্কার আন্দোলন সর্বদা সাথে থাকবে বলে প্রতিজ্ঞা করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি মিরাজ মোল্লা,সাধারণ সম্পাদক আজগার আলী,ইবাদত প্রমুখ।
সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম বাবু।

সমাবেশের পর একটি মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় আজ পূর্ব নির্ধারিত ব্যস্ততার কারনে সময় দিতে না পারায় দু:খ প্রকাশ করে আগামীকাল সময় দেবার কথা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn