
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে পাকিস্তানি নিহত
কাঁটা তার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে ১ পাকিস্তানিকে গুলি করে মারল বিএসএফ। শনিবার (২৪ মে) বিএসএফের তরফে জানানো হয়েছে, শুক্রবার (২৩ মে) রাতে এক পাক অনুপ্রবেশকারী গুজরাটের বানাসকাঁথা জেলার কাছে ভারত- পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। কর্তব্যরত জওয়ানরা তাকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ করতে উদ্যত হয় ওই ব্যক্তি। এরপরই তাকে গুলি করে প্রতিহত করা হয়। ভারত- পাক সীমান্ত এলাকায় একাধিকবার অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটে। প্রতিবারই বিএসএফ সেই অনুপ্রবেশকারীদের প্রতিহত করে।
Post Views: ৬৯