বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে রাতের আধারে কৃষকের ধান কেটে দিল দুর্বৃত্তরা

বীরগঞ্জে রাতের আধারে কৃষকের ধান কেটে দিল দুর্বৃত্তরা

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাতের আধারে ৭ বিঘা জমিতে রোপিত ধান ক্ষেতের কিছু অংশের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ মে) বীরগঞ্জ থানার অভিযোগের মাধ্যমে জানা যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের রতিনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোঃ পতিফুল ইসলাম, তিনি মৃত মজির উদ্দিন শাহ এর ছেলে।
ভুক্তভোগী কৃষক পতিফুল ইসলামের থানা অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার ২৩ মে দিবাগত রাতে আমাকে না জানিয়ে জমির ধান কেটে নিয়ে গেছে। অপরিপক্ক ধান গুলো একই গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। পরে সুরেন্দ্রনাথ এর মাধ্যমে জানতে পারি হারভেস্টর মেশিন নিয়ে গেছেন জহিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন ও সাখাওয়াত হোসেন ধান কাটা স্বীকার করলেও আমাকে গালি গালাজ সহ মারপিট করে, শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় উদ্ধার হয়ে প্রাথমিক চিকিৎসা নিই। ধান কেটে বাড়িতে যেতে দিবে না তাই আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমার ক্ষতি করে, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আমি এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn