মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে মামুন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বীরগঞ্জে মামুন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে, সুজালপুর ইউনিয়নের শীতলাই স্কুল ও মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদরো স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শীতলাই আলিম মাদ্রাসা ও স্কুল মাঠে ১দিনের ফুটবল টুর্নামেন্ট শুক্রবার সন্ধ্যা ৬ টায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়ে। খেলায় বড় শীতলাই একাদশ বনাম সরদার পাড়া একাদশ দুটি দল মোকাবেলা করে। ৩০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে কোন দলেই গোল করতে পারেনি পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে বড় শীতলাই একাদশ দলকে পরাজিত করে সরদার পাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলায় ফারুক বিন ইসলাম এর সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা বি,এন,পি সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম সহ আরো অনেকেই। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্ট আয়োজক, রবিন ও মির্জা’র সাথে কথা বলে জানা যায় কাদরো স্পোর্টিং ক্লাব উপজেলা বিভিন্ন জায়গায় এমন উদ্যোগ চলমান যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং গ্রামের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করতে হবে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, কামরুল হাসান চৌধুরী সুমন।

টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন কাদরো পোর্টিং ক্লাব এর এক ঝাক তরুন যুবক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn