শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
 

:দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল (১৭) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ মার্চ -২০২৫) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল পৌরসভার ৩নং ওয়ার্ডের গোরস্থানপাড়া এলাকার ডিম বিক্রেতা হাশেম আলীর ছেলে। এঘনায় নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষত্র গ্রামের পল্লী চিকিৎসক নির্মূল রায়ের ছেলে রবি (১৮) গুজরত আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হাবলুহাট থেকে মোটরসাইকেলযোগে বীরগঞ্জ পৌরশহরে ফিরার পথে হাসপাতাল সংলগ্ন এলাকায় দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় রাহুল ঘটনাস্থলে নিহত হয়।
দিনাজপুরের দশমাইল হাইওয়ের থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে বীরগঞ্জ উপজেলা সদরে ফিরার পথে রাহুল নামের একজন নিহত হয়েছে। আঘাত ট্রাক চিহ্ন করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn