১১ মার্চ ২০২৩ইং রাঙ্গুনিয়া উপজেলাধীন নজরেরটিলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সনজয় বড়ুয়া বাবু ও অজয় বড়ুয়া মিল্টন এর পরিবারবর্গ কর্তৃক আয়োজিত, পরমারাধ্য মাতৃদেবী সন্ধ্যা প্রভা বড়ুয়া’র ১১তম মৃত্যুবার্ষিকী,পরমারাধ্য ব্রাহ্মতুল্য পিতৃদেব অরবিন্দ বড়ুয়া, প্রয়াত বড় পিসি রানু বড়ুয়া, সদ্য অকাল প্রয়াত স্নেহের ছোট বোন নন্দিতা বড়ুয়া, অকাল প্রয়াত কাকা রঞ্জিত, সঞ্জিত বড়ুয়া, মাসি কুমকুম বড়ুয়া, লাকি বড়ুয়া দাদু,ঠাকুর মা দিদি’মা সহ সকল দাদু ঠাকুরমা,পিসি-পিসা,মাসি-মেস সহ পূর্ব পুরুষগণ এবং কালগত জ্ঞাতীগণের স্মরণে অষ্টপরিস্কার সহ সংঘদান প্রব্রজ্যা গ্রহণ এবং জ্ঞাতীভোজনের অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন কুলকুলমাই সর্দ্ধমোদয় বিহারের অধ্যক্ষ ধর্মসেন মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত প্রফেসর ড. জিনবোধি মহাথেরো।কমদতলী ধর্মাংকুর বিহারের অধ্যক্ষ দীপংকর মহাথেরো, নজেরটিলা সার্বজনীন ধাতুরত্ন বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস. আনন্দবোধি থেরো, শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র ভিক্ষু, সুশেস্বর ভিক্ষু, শামনরক্ষিত ভিক্ষু ও নতুন শ্রামণসহ শ্রামণবৃন্দ প্রমুখ। কক্সবাজার, মিরসরাই, পটিয়া, রাউজান, বাঁশখালীসহ বিভিন্ন স্থান থেকে আগত জ্ঞাতিগণকে নিয়ে উক্ত সংঘদান ও জ্ঞাতি সম্মেলন সম্পন্ন হয়।আগত অতিথিগণ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে পরলোকগত সকল জ্ঞাতিগণের পারলৌকিক সদগতি ও সুখ-শান্তি, নির্বাণ কামনায় পুণ্যদান করেন এবং সকলে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।