
১৬ নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও কাতালগন্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দীনের পিতা বিশিষ্ট সমাজসেবক ও বনেদী ব্যবসায়ী আল আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন গতকাল রাতে নিজ বাসভবনে ইন্তকাল করেন ( ইন্নালিল্লাহি,,, রাজেউন) । দীর্ঘদিনের ব্যবসায়িক পদচারণাস্থল টেরিবাজারে গতকাল ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ টেরিবাজার এলাকার সর্বস্থরের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মরহুমের ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।