মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিনের মৃত্যু : জানাজা ও দাফন সম্পন্ন

১৬ নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও কাতালগন্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দীনের পিতা বিশিষ্ট সমাজসেবক ও বনেদী ব্যবসায়ী আল আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন গতকাল রাতে নিজ বাসভবনে ইন্তকাল করেন ( ইন্নালিল্লাহি,,, রাজেউন) । দীর্ঘদিনের ব্যবসায়িক পদচারণাস্থল টেরিবাজারে গতকাল ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ টেরিবাজার এলাকার সর্বস্থরের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মরহুমের ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn