শুক্রবার - ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিডার সদস্য হলেন মো খায়রুল ইসলাম

সরকারি চাকরি থেকে অবসরে যাওয়া সচিব মো. খাইরুল ইসলামকে চুক্তিভিত্তিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য করা হয়েছে। রোববার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে অবসর গমনের সুবিধার্থে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

বিডার নির্বাহী সদস্যের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত সচিব মো. খাইরুল ইসলামকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn