
বাগেরহাটের রামপালে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা
বাগেরহাটের রামপালে ভূমি মেলা উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম এ জনসচেতনতামূলক সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, এআরডিও মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সহকারী কমিশনার আফতাব আহমেদ জানান, ভূমির মালিকদের সেবা সহজিকরণ করেছে সরকার। ডিজিটাল মাধ্যমে ভূমি মালিকগণ সহজে ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে পারেন। এরপরেও যে কোন ধরণের সেবা পেতে আমাদের সহযোগীতা নিতে পারবেন। এ ছাড়াও আমরা ভূমি মালিকদের সহজে সেবা পেতে লিফলেট বিতরণ করেছি, যাতে করে কোন প্রকার হয়রানি ও কারো দ্বারা প্রতারিত না হয়ে সহজে সেবা নিতে পারেন। জমি নিষ্কণ্টক রাখতে যথা সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্যে সকলকে অনুরোধ জানান ওই কর্মকর্তা। অনুষ্ঠানে ভূমি মালিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেয়া হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।