বাগমারায় যোগীপাড়া ইউনিয়নে ১ ওয়ার্ডে টিআর প্রকল্পের কাজের উদ্বোধন
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে টিআর প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে যোগীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কাজের উদ্বোধন করা হয়।
১ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়ায় গফুরের বাড়ি হতে হাসেম মৃধার বাড়ি পর্যন্ত ৮৫০ ফিট রাস্তায় টিআর প্রকল্পের মাধ্যমে মাটির রাস্তা সংস্কার করা হচ্ছে।
দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় লোকজনসহ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন পর টিআর প্রকল্পের মাধ্যমেই রাস্তাটি সংস্কার করা হচ্ছে।
রাস্তাটি সংস্কার কাজের উদ্বোধন করেন যোগীপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য ও উক্ত প্রকল্পের সভাপতি আছিয়া বিবি।
এই সময় উপস্থিত ছিলেন, যোগীপাড়া ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য ইসরাত জাহান বিউটি,১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহাবুর রহমান। এ সময় চন্দ্রপাড়া গ্রামের আপামর জনগণ উপস্থিত ছিলেন। রাস্তাটির সংস্কার কাজ শেষ হলে জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে গ্রামবাসী।