সোমবার - ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শংকরের

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শংকরের

 

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর। জানালেন, বাংলাদেশের সংখ‍্যালঘু নির্যাতন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। নিজের স্বার্থেই হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশকে। কয়েকদিন আগেই ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। বার্তা দিয়েছিলেন হিন্দু নির্যাতন নিয়ে। কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি। মন্দিরে হামলা, ভাঙচুর থেকে হিন্দুদের উপর অত‍্যাচার কোনও কিছুই থামেনি। সূত্রে প্রকাশ, শুক্রবার ( ১৩ ডিসেম্বর ) সংসদে বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী জয়শংকরকে প্রশ্ন করেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি জানতে চান, বাংলাদেশের উন্নয়ন খাতে ১০ বিলিয়ন মার্কিন ডলার ধার্য করা হয়েছে। কিন্তু বাংলাদেশে হিন্দু ও মন্দিরগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কি কি পদক্ষেপ করছে ? এর উত্তরে জয়শংকর বলেন, ” বাংলাদেশ আমাদের ভাবাচ্ছে। সংখ‍্যালঘুদের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কয়েকদিন আগে বিদেশ সচিব বিক্রম মিসরি ঢাকা সফরে গিয়েছিলেন। আমরা আশা করেছিলাম, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ‍্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। কিন্তু এখনও সংখ‍্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা আমাদের নজরে এসেছে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn