শুক্রবার - ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

ফেনী সদর উপজেলার ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

ফেনী সদর উপজেলার ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

ফেনী সদর উপজেলায় ফসলি জমির মাটি কাটার অপরাধের শেখ ফরিদ (৪৮) নামের এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব প্রাপ্ত ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।রবিবার ২০ এপ্রিল দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সজিব তালুকদার এই অভিযানে নেতৃত্ব দেন এবং ফেনী জেলা প্রশাসনের আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা।অভিযুক্ত শেখ ফরিদ ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাসিন্দা।জানা যায়,ফেনী সদর উপজেলার কসকা লেমুয়া এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।এই সময় ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত থাকায় শেখ ফরিদকে (৪৮) ৫ লাখ টাকা জরিমানা করা হয়।ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সজিব তালুকদার জানান,কৃষি জমির টপ সয়েল কেটে জমির উর্বরতা নষ্ট করায় ফেনী জেলা প্রশাসনের নির্দেশনায় এই জরিমানা করা হয়েছে।ফসলী জমির মাটি কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn