মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত

 

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত।
ছাগলনাইয়ায় থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছয় এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে জঙ্গলমিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহত পরীক্ষার্থীরা সবাই হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।আহতরা হলেন-মানবিক বিভাগের পরীক্ষার্থী আহম্মদ উল্লাহ শাওন,একই বিভাগের মোঃ রিয়াদ,ব্যবসা শিক্ষা বিভাগের আরাফাত হোসেন,বিজ্ঞান বিভাগের নাদিয়া সুলতানা,ব্যবসা শিক্ষা বিভাগের ইসরাত জাহান,মানবিক বিভাগের তাফাসসুম সুমাইয়া।হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমিনুল হক জানান,পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গলমিয়া এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সংঘর্ষ হয়।এতে সিএনজি অটোরিকশার ছয় পরীক্ষার্থী আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তাদের মধ্যে আহম্মদ উল্যাহ শাওনের অবস্থা গুরুতর।তাকে ফেনীতে পাঠানো হয়েছে।সড়ক দুর্ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে জানিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn