
ফেনীর ছাগলনাইয়ায় মাদককারবারির হামলায় ৫ ডিবি পুলিশ আহত,গ্রেফতার ৩ জন
ফেনীর ছাগলনাইয়ায় মাদক কারবারিদের হামলায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন।এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।সোমবার(২৮ এপ্রিল) রাত ৯ টায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-ডিবির এস আই তানভীর মেহেদী,এ এস আই খোকন হোসেন,রিংকু বড়ুয়া,কনস্টেবল মজিবুর ও কনস্টেবল জাহাঙ্গীর।আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এদিকে ঘটনাস্থল থেকে মাদককারবারি আলমগীর হোসেনের শ্যালক জয়নাল আবেদীন,শ্যালিকা রুজিনা ও প্রতিবেশী রহিম উল্লাহর স্ত্রী রুপধনকে আটক করে ফেনীর ডিবি ও ছাগলনাইয়া থানার পুলিশ।ফেনী জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন গোপন সংবাদ ভিত্তিতে সোমবার দিনগত রাত ৮ টার দিকে জয়নগর গ্রামের মৃত আবদুর রউফের ছেলে মাদককারবারি আলমগীর হোসেনের বড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।অভিযান পরিচালনার সময় মাদককারবারি আলমগীরের সঙ্গে থাকা লোকজন ডিবি পুলিশের ওপর হামলা করে।ছাগলনাইয়া থানার ওসি মো.নজরুল ইসলাম জানান,ডিবি পুলিশের ৫ সদস্য ঘটনাস্থলে আহত হয়েছে।এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে,বাকি আসামিরা পালিয়ে যায়।