
ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড় জব্দ
ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড় জব্দ করা হয়।ফেনী,২৭ মে ২০২৫ ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহল দল আজ ফেনীর ফুলগাজী ও পরশুরামের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী-কাপড় জব্দ করেছে।অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী,লেহেঙ্গা,থ্রীপিস কাশ্মিরী শাল,থান কাপড় এবং ইনজেকশান।এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৭৬০ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।বিজিবি ৪ ব্যাটালিয়ান সুএে আরও বলেন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে,মাদক,চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড বিরুদ্ধে বিজিবির টহল বাড়ানো হয়।
Post Views: ৬২