
ফেনীতে পৃথক অভিযানে ইয়াবা,গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৩ জন
ফেনীতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবা,গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৩ জন।চলমান মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের সার্বক্ষণিক নির্দেশনায়,অতিঃপুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃসাইদুর রহমান,অতিঃপুলিশ সুপার ডি এসবি মোঃসাইফুল ইসলামদের তত্বাবধানে,ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অফিসার-ইনচার্জ,মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ফেনী জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে এসআই(নিঃ) মাহফুজুর রহমান,এসআই(নিঃ)তানভীর মেহেদী,সঙ্গীয় এএসআই(নিঃ)জহিরুল ইসলাম,কং-মোহাম্মদ মজিবুর রহমান,কং-মো:জাহাঙ্গীর আলম গন ২৫ তারিখ অভিযান পরিচালনা করিয়া ফেনী সদর থানাধীন ফাজিলপুর ইউনিয়নের খাইয়ারা সাকিনস্থ খাইয়ারা রাস্তার মাথা সংলগ্ন পরিত্যাক্ত আহাদ রাইস মিলের ভিতর দক্ষিন পাশের পরিত্যাক্ত রুমের ভিতর পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় ৩৫ (পঁয়ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহকারে আসামী,১। মোঃ আজিজুল হক সুমন (৩৭) পিতাঃ মৃত লোকমান হোসেন,মাতাঃসাহার বানু,সাং- কেরনীয়া,(নেয়াতুল্লা হাজী বাড়ী),০৬ নং ওয়ার্ড,লেমুয়া ইউনিয়ন,থানাঃ ফেনী সদর,জেলাঃ ফেনী কে আটক করে।অপর একটি অভিযানে এসআই(নিঃ)রেজওয়ানুল ইসলাম,এএসআই(নিঃ)মোহাম্মদ শাহাদাত হোসেন, এএসআই(নিঃ)/শরিফুল ইসলাম, এএসআই(নিঃ)/আব্দুস সালাম,কং-২৫৫ দেলওয়ার হোসেন,কং-৩২১ তাপস চন্দ্র গন ২৬ তারিখে অভিযান পরিচালনা করিয়া ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভা ১২ নং ওয়ার্ড, হাজারী রোডের মাথা,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাজিম ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে যমুনা বাসের ভিতর হইতে জিনুফা আক্তার(২১), পিতা-মোঃ সৈয়দ আলম, মাতা-শুকিয়া আক্তার,সাং-উত্তর কুতুবদিয়া পাড়া,নয়ন মনের বাপের বাড়ি,১ নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর,জেলা-কক্সবাজার এর নিকট হইতে ০২ কেজি গাজাসহ আটক করেন।অপর আরোও একটি অভিযানে এসআই(নিঃ)মনাক্কা খাতুন, এএসআই (নিঃ) মোঃজহিরুল ইসলাম,এএসআই(নিঃ)খোকন হোসেন,কং-৫১৬ আব্দুল মজিদ,ড্রাই কং-৫৫১ বিশ্বজিৎ সরকার সহ অভিযান পরিচালনা করিয়া ২৬ তারিখ ফেনী সদর মডেল থানাধীন পৌরসভাস্থ ১২ নং ওয়ার্ড হাজারী রোডের মাথায় ঢাকা চট্টগ্রাম মহাসরকের চট্টগ্রাম মুখি লেনে রিয়াজ মটরস এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মেরাজ(২৫),পিতাঃমোঃ জাহেদুল ইসলাম,মাতাঃমারজানী,সাং-রামপুর,১৭ নং ওয়ার্ড,রংপুর সিটি কর্পোরেশন,থানাঃকোতোয়ালী, জেলাঃ রংপুর এর হেফাজত হইতে ৬(ছয়) কেজি গাঁজা সহ আকট করেন।ধৃত আসামীগন কর্তৃক অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেফাযতে রাখার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের অধীনে ফেনী সদর মডেল থানায় ০৩(তিন) টি পৃথক মামলা রুজু করা হইয়াছে।