মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ওয়ার্ল্ড মানবাধিকার সংহতি পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অব্যাহতভাবে ফিলিস্তিনে নারী শিশুসহ গণহত্যা বন্ধের দাবিতে  ১০ অক্টোবর ২০২৩ইং নগরীর বহদ্দার হাট চত্বরে ওয়ার্ল্ড মানবাধিকার সংহতি পরিষদের এক বিক্ষোভ সমাবেশ সংগঠনের চেয়ারম্যান লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মোঃ সেলিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরানুল হক চৌধুরী বেলাল, মুহাম্মদ বখতেয়ার, জুনায়েদ শিকদার হিরু, সাংবাদিক সরওয়ার হোসেন চৌধুরী মানিক, মুহাম্মদ নুরুল কবির, সমাজ সেবক শেখ আহমদ, নুরুল ইসলাম, আবুল কাশেম সোহাগ প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, ফিলিস্তিনে যে পরিমাণে গণহত্যা শুরু হয়েছে তাতে করে সারা বিশ্বের শান্তিকামী মানুষ উদ্বিগ্ন। বিশ্বের জনগণ যেভাবে শান্তির আশা করে বাংলাদেশের জনগণও যুদ্ধ মুক্ত বিশ্ব চায়। পরাশক্তি অস্ত্র বিক্রি করার জন্য বিশ্বের শান্তি প্রিয় দেশে সর্বদা যুদ্ধ লাগিয়ে রাখছে। বিশ্বের মানুষ যুদ্ধ চায় না। নেতৃবৃন্দ অবিলম্বে রাশিয়া ইউক্রেনের অব্যাহত যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn