
পরশুরাম পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের চাকুরিচ্যুত করায় দুর্ভোগে পৌরবাসী
ফেনীর পরশুরাম পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের চাকুরিচ্যুত করায় আবর্জনা সরানোর কাজ বন্ধ,চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরশুরাম পৌরবাসীকে।পরশুরাম পৌরসভা পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা-আবর্জনা নিয়মিত পরিস্কার না করায় দিনের পর দিন দুর্ভোগ নিয়েই এলাকার লোকজনকে যাতায়াত করতে হচ্ছে।দুর্গন্ধ ও জীবাণু ছড়িয়ে পড়ায় পৌর এলাকায় বসবাস করাও এখন দুরূহ হয়ে পড়েছে।পরশুরাম পৌর এলাকার একাধিক বাসিন্দা জানান,বাসাবাড়ির বর্জ্য গুলো অনেকেই নির্ধারিত ডাস্টবিন ও যেখানে-সেখানে ফেলে রাখছেন।এসব বর্জ্যের দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর হয়ে পড়ে। পরশুরাম পৌর কর্তৃপক্ষ এসব আবর্জনা না সরানোর কারণে চরম দুর্ভাগ্য পোহাতে হচ্ছে।এই বিষয়ে পরশুরাম পৌরসভার সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন পৌর নাগরিকেরা।এছাড়াও পৌর এলাকার ড্রেনগুলো পরিস্কার না করায় অল্প বৃষ্টি হলেই ড্রেনের ময়লা বের হয়ে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।