পটিয়ায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের অর্থ সহায়তা
চট্টগ্রামের পটিয়ায় উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের মাঝে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি পরিবারকে নগদ ৫০০০ টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
গতকাল শনিবার (২২ মার্চ ) দুপুর ১২ টায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চৌধুরী, মহাসচিব এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ পালিত,ও পুনর্বাসন সচিব সুভাষ দাশ,অজিত কুমার আইচ, অজিত কুমার দাশসহ কর্মকর্তাবৃন্দ।