বুধবার - ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

নাসিরনগর উপজেলা বাংলাদেশ জাতীয় পার্টি- (বিজেপি) এর আহবায়ক কমিটি গঠন

নাসিরনগর উপজেলা বাংলাদেশ জাতীয় পার্টি- (বিজেপি) এর আহবায়ক কমিটি গঠন

 

 

বাংলাদেশ জাতীয় পার্টি- (বিজেপি) নাসিরনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. ফায়েজুল হক’কে আহ্বায়ক এবং মো. নূরুল ইসলাম নাহিদ’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
২৫ মে (রোববার) বাংলাদেশ জাতীয় পার্টি’ -( বিজেপি) এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এই কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, তারা বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করবে।
নতুন কমিটি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাজ করবে। মানুষের মনে রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলা এবং দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যও এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি:
মো. ফায়েজুল হয়(আহবায়ক),মো.আতাউল হক
(সিনিয়র যুগ্ম আহবায়ক),মো. হুমায়ুন কবির(সিনিয়র যুগ্ম আহবায়ক),মো.সালেহ আহমেদ(সিনিয়র যুগ্ম আহবায়ক),মো.একরামুল হক(সিনিয়র যুগ্ম আহবায়ক),মো.মানিক মিয়া(যুগ্ম আহবায়ক),মো. কাউছার মিয়া(যুগ্ম আহবায়ক),মো. মফিজুল হক(যুগ্ম আহবায়ক),মো.হেলাল পাঠান(যুগ্ম আহবায়ক),
মো.নূরুল ইসলাম নাহিন(সদস্য সচিব) এবং
সম্মানীত সদস্য – মো. ইমরান হোসেন,শাহ মো. শিমুল,মো.আবুল হোসেন,মো. ওসমান উদ্দিন স্বপন,
মো.মোবারক হোসেন,মো.মানিক মিয়া,মো. আরব আলী,মো. জাহাঙ্গীর আলম,মো.সামসু উদ্দিন,মো. নজরুল মিয়া,মো. সুন্দর আলী,মো. আজিম উদ্দীন,মো.মোছাব্বির মিয়া,মো. খোকন মিয়া,তাওহীদ জামিল আতিক,মো.সজল মিয়া,মো.রফিকুল ইসলাম,মুহাম্মদ শফিকুল ইসলাম (শফিক),মো.ইকরামূল হক জয়,মো. আরিছ মিয়া ও
মো.আরিফ বিল্লাহ।
নাসিরনগর উপজেলা বিজেপির আহ্বায়ক মো. ফায়েজুল হক বলেন, নতুন কমিটির নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিজেপির কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং নাসিরনগরের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn