
নাসিরনগর উপজেলা পরিষদের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্নার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত নাসিরনগর উপজেলা পরিষদের প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না (৫০) আর নেই। রোববার রাত ১: ৩০ ঘটিকার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
পৈতৃকসূত্রে তিনি উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লতিফ হোসেনের সহধর্মিনী।
সৈয়দা হামিদা লতিফ পান্না মৃত্যুর সময় তার স্বামী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
সৈয়দা হামিদা লতিফ পান্না ২০০৯ সালে অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে নাসিরনগরে প্রথম বারের মত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।এর পর আবারো ২০১৪ সালে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে দ্বিতীয়বারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পরে আরো দুইবার যথাক্রমে ২০১৯, ২০২৪ সালেও তিনি একই পদে নির্বাচন করলেও শেষ পর্যন্ত হেরে যান।
উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে তিনি নাসিরনগর উপজেলার ৩ নং কুন্ডা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মরহুমার মৃত্যুতে উপজেলা পরিষদ এমপ্লয়িজ এসোসিয়েশন গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।