নাসিরনগরে শিশু চুরি সন্দেহে এক নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘরে ঢুকে ৭ মাস বয়সী কন্যা শিশু চুরি করার সময় জনতার হাতে এক নারী আটক হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা দক্ষিণ গ্রামের বসতঘরে ঢুকে মাওলানা শাহিন ভূঁইয়ার শিশু কন্যা ইসমাতুন রওজা(৬) কে চুরি করে নিয়ে যাওয়ার সময় রান্না ঘরে রান্না করার কাজে ব্যস্ত থাকা শিশুর মা শিশুর কান্নার আওয়াজ পেয়ে শোবার রুমে দৌড়ে এসে দেখে একজন অপরিচিত মহিলা শিশুটিকে তুলে নিয়ে যাচ্ছে।এসময় শিশুটির মায়ের আত্ম চিৎকারে পাড়া প্রতিবেশী ও গ্রামবাসি ওই মহিলাকে আটক করে ফেলে।
জনতার হাতে আটককৃত ওই নারী হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ছালমা বেগম (৪০)।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ওই মহিলা উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন। সে সময় স্থানীয় জনতা তাকে বেঁধে ফেলে। এক পর্যায়ে সে চুরি করতে এসেছে বলে স্বীকার করে। তবে শিশুটি তাকে দেখে ভয়ে কান্না করেছে,শিশু চুরির চেষ্টা করেনি বলে সে জানায়।
শিশুর পিতা মাওলানা শাহিন ভূঁইয়া জানায়, আমি ঘটনার সময় কর্মস্থল দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় ছিলাম। বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানালে দ্রুত বাড়ি চলে আসি।এই মহিলা আমার ঘরের টাকা পয়সা, স্বর্ণ গহণা ও আমার কন্যা শিশুকে চুরি করতে আসছিলো।
এ বিষয়ে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজম মৃধা বলেন, খোঁজ নিয়ে জেনেছি আটক হওয়া মহিলা আরো একাধিকবার বিভিন্ন জায়গায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে।গ্রামবাসির সিদ্ধান্তে ওই মহিলাকে নাসিরনগর থানায় সোপর্দ করা হয়েছে।