নরসিংদী তে আন্তজেলা চোর চক্রের ছয় সদস্য গ্ৰেফতার : চুরি হওয়া পাঁচ টি গরু উদ্ধার
নরসিংদী জেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের,তেতুলিয়া এলাকায় সাইফুল ইসলাম নামক এক খামারির চুরি হওয়া পাঁচটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের গাভী উদ্ধার করেছে,২৫ইং মে, রবিবার মাধবদী থানা পুলিশ। এই অভিযান পরিচালনা করেন থানার চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আলী আমিন ও তার সঙ্গীয় ফোর্স।
অভিযানে আন্তজেলা চোর চক্রের ছয় সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে,নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে এলাকাবাসীর তথ্য মতে জানা যায় ,গ্রামে এই মুহূর্তে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।