শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নরসিংদী জেলা সমিতি চট্টগ্রামের ত্রি বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা সমিতি চট্টগ্রামের ত্রি বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

 

নরসিংদী জেলা সমিতির ২৫ বছর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রি বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে নরসিংদী জেলার চট্টগ্রামে অবস্থানরত গণ্যমাণ্যদের এক মিলনমেলায় পরিণত হয়।
শনিবার ১১ জানুয়ারি দুপুরে নগরীর খুলশীর চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু’র অডিটোরিয়ামে নরসিংদী জেলা সমিতির সভাপতি ও সিভাসুর অধ্যাপক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমিতির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এসময় প্রধান অতিথিসহ অন্যান্যরা ‘স্বেচ্ছাসেবায় এগিয়ে আসুন, মানবতায় দেশ গড়ুন’ এ স্লোগানে নরসিংদী জেলা সমিতির ২৫ বছর রজত জয়ন্তীর স্যুভিন্যিয়র প্রত্যয় এর মোড়ক উন্মোচন করেন।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিভাসুর অধ্যাপক ড. এম এ এম জুনায়েদ সিদ্দিকি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসটিসির বিভাগীয় প্রধান ড. মোঃ বদিউল আলম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার রায়, ইউরিয়া ফার্টিলাইজারের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম খন্দকার, খুলশি আঞ্চলিক মুরগি খামারের উপ পরিচালক ডাঃ নজরুল ইসলাম।
বক্তারা এ সময় নরসিংদী জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও রেলপথে নরসিংদীতে ট্রেন ষ্টেশনে যাত্রা বিরতি সহ নানা দাবি উপস্থাপন করেন এবং প্রধান অতিথি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এসব দাবি পূরণের আশ্বাস দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn