বুধবার - ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নরসিংদীতে বিচার বিভাগ কর্মচারীদের কর্মবিরতি 

নরসিংদীতে বিচার বিভাগ কর্মচারীদের কর্মবিরতি

নরসিংদীতে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন,ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন এর নরসিংদী জেলা শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন । ৫ইং মে সোমবার জেলা ও দায়রা জজ আদালত এর সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালত এর কর্মচারীরা। কর্মবিরতি পালনের সময় বক্তব্য রাখেন নরসিংদীর জেলা জজ আদালত এর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর নাজির মোঃ গোলাম হোসাইন, মোঃ খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস, আহসানুল কবির প্রমুখ।

এ সময় তারা বলেন,সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপরও দাবি না মানলে আরও বড় ধরণের কর্মসূচির ঘোষণা দিবে অ্যাসোসিয়েশন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn