মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

তিন গুনী জনকে আজীবন সদস্য সম্মাননা প্রদান ও সংবর্ধনা দিলেন শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার

তিন গুনী জনকে আজীবন সদস্য সম্মাননা প্রদান ও সংবর্ধনা দিলেন শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার

 

” বৃত্ত থেকে বেরিয়ে এসো প্রজন্ম চলো দুর্জয় প্রাণের আনন্দে ” এই শ্লোগান কে সামনে রেখে ৩ গুণী জনকে আজীবন সদস্য সম্মাননা প্রদান ও সংবর্ধনা দিলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার । গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধায় শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার অস্থায়ী কার্যালয়ে নবীন থিয়েটার সকল নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিতিতে নবীন থিয়েটারে ৩ গুণীজন কে আজীবন সদস্য পদ প্রধান সংবর্ধনায় এক আলোচনা সভা অনুষ্ঠানে আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইওেফাক এর সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু সভাপতিত্বে এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার রিপন চন্দ্র দেব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে হিসেবে ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত (অর্থনীতি অনার্স বিভাগীয় প্রধান) সহকারি অধ্যাপক মোঃ ফখরুদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজেের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন , নবীন থিয়েটার উপদেষ্টা সৈয়দ ইলিয়াছ আহমেদ , শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর । বক্তব্য রাখেন নবীন থিয়েটারের সহ-সভাপতি বিজন ভট্টার্চায্য , যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নোমান আহমেদ মিন্টু , সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাঈদ ফরহাদ , কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ আলী সরকার , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাস্টার বকুল চক্রবর্তী , কার্য নির্বাহী সদস্য কাসেম বিন হাজী হাসিম , চিকিৎসক মোঃ সোহেল আহমেদ প্রমুখ । অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পর প্রধান অতিথি সহ সকল অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন নবীন থিয়েটারের সকল নেতৃবৃন্দ। বক্তব্য শেষে সংবর্ধিত হবিগঞ্জের কৃতি সন্তান এবং সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ড. মনোজ কান্তি দাশ চৌধুরী , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ড.সালাহ উদ্দিন আহমদ ( হিরাজ) , আবু দাবী প্রবাসী সহ এই ৩ গুণীজনদের হাতে আজীবন সদস্য সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি , বিশেষ অতিথি সহ অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn