মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ঢাকায় নার্সের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ

ঢাকায় নার্সের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ

 

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে ফিরার সময় ঢাকায় নার্সের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সারাদেশে বেশ কিছু দিন ধরে তারা দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

রোববার (২৭ এপ্রিল) রাতে বান্দরবান বান্দরবান নার্সিং কলেজ ও হাসপাতাল চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের করেছেন

আমরা নার্সিং কলেজ এর পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি আজকের অনাকাঙ্ক্ষিত প্রতিবাদে কারণ আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।আমরা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে পড়ছি, তারা তিন বছর ধরে কঠোর পরিশ্রম করছি—প্র্যাকটিক্যাল, ক্লিনিক্যাল ডিউটি, ইন্টার্নশিপ, এমনকি RN এক্সামও দিচ্ছি। তবুও এই কোর্সকে ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়া হচ্ছে না।

এই অবমূল্যায়ন শুধু আমাদের নয়, পুরো নার্সিং পেশাকেই ছোট করে দেখার সামিল।

আমাদের দাবি খুবই স্পষ্ট—এই ডিপ্লোমা কোর্সকে একাডেমিকভাবে ন্যায্য মূল্যায়ন করতে হবে এবং ডিগ্রি সমমানের স্বীকৃতি দিতে হবে এবং সেই সাথে আজকে নার্সের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, হামলাকারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীবৃন্দ।

সে সময় উপস্থিত বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩ বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্যয়ন হয় না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়াশি দেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বান্দরবান নার্সিং কলেজ শাখা সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক দীপু চন্দ্র রায় সহ সকল ব্যাচের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn