মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ডেঙ্গু : আক্রান্ত ১৩১ ও মৃত্যু ১

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
আজ ৪ সেপ্টেম্বর দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩১ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫২ জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ৪৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৬৬ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিবি আলমাস নামে ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি গত ২ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং ৩ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে রোববারও ঝর্না রানী নামে এক নারীর মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন কার্যালয়। ৪৩ বছর বয়সী ওই নারী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ৪ দিনে মৃত্যু হলো ২ জনের।
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবার সচেতনতা থাকার পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn