শুক্রবার - ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার !

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার !

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০ পরিবার নিঃস্ব হয়ে গেছে। রোববার (২৭ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের কারণে অধিকাংশ ঘর খড়ের ছাউনি ও টিনের সেট হওয়ার দরুন মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৮টি ছাগল, ২৫ বস্তা সিমেন্ট আসবাবপত্র, খাদ্যশস্য নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষাধিক টাকা। বর্তমানে নারী, শিশু এবং বৃদ্ধরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী জানান, কয়েলের আগুন থেকে অথবা রান্নার চুলা থেকেও আগুন লাগতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn