
টেকসই ভুমি ও জনবান্ধব ভুমি সেবা নিশ্চিতকরনে ছাগলনাইয়ায় ভুমি মেলার উদ্বোধন
আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছ,দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।এই সকল কার্যক্রম বহুল প্রচারের লক্ষ্যে ২৫ মে ২০২৫ থেকে আগামী ২৭ মে ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে ভূমি মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে।২৫ মে উপজেলা পরিষদের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা তিন দিন ব্যাপী ভুমি মেলার উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাস।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ছাগলনাইয়া উপজেলার সকল নাগরিকদের আহবান জানান ভুমি মেলায় এসে স্মাট ভুমি সেবা গ্রহণ করতে।স্মাট ভুমিসেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি শিবু দাস।তিনি বলেন তিনদিন ব্যাপী এই ভুমি মেলায় এসে জনগণ স্মার্ট ভুমি সেবা গ্রহণ করতে এবং আধুনিক বাংলাদেশ নির্মানে সকল নাগরিকদের অংশ গ্রহন কামনা করেন।