বুধবার - ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

টমছমব্রিজ থেকে শিশু অপহরণের চেষ্টাকালে যুবক আটক, শিশুকে উদ্ধার

টমছমব্রিজ থেকে শিশু অপহরণের চেষ্টাকালে যুবক আটক, শিশুকে উদ্ধার

 

কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় মো. রাহাত নামের এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তালুকদার একাডেমি থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার

সময় ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র সাজিদকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা করে রাহাত। নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও তার পরিচয়পত্র দেখাতে না পারায় উপস্থিত এক ফল ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ট্রাফিক পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে রাহাতকে আটক করা হয় এবং পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

টমছমব্রিজ ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর তোফায়েল আহমেদ বলেন, “ঘটনার সময় স্থানীয়রা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে, যার ফলে অপহরণকারীর হাত থেকে শিশুটি রক্ষা পেয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া সাজিদ বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn