সোমবার - ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনাম

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু 

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু


‎চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মিনাল (২২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন রেলগেটের অদূরে পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের কাছে ‘দশ পকেট’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা ও মৃত মিন্টু মিয়ার ছেলে।

‎চুয়াডাঙ্গা জিআরপি থানার ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু জানান, বিকেলে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে মানসিক মিনাল ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে থানা ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn