শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে তরুণীর মৃত্যু

মুক্তা আখতার (২৫) নামে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২১ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে চট্টগ্রামে ২ জন মারা যান।
সিভিল সার্জন কার্যালয় জানায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে তরুণী মুক্তা গত ১০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি হন। ১৯ জুলাই তিনি মারা যান।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি জুলাই মাসে এক হাজার ২৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn