
চট্টগ্রামে কক্সবাজার ঈদগাঁর মরিয়ম বেগম নামের একজন মা ৬ সন্তানের জন্ম দিলেন
চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতাল লি:মরিয়ম বেগম(৩০) স্বামী:নুর মোহাম্মদ,জাকির পাড়া, ঈদগাঁ, কক্সবাজার।আজ সকালে একসঙ্গে জন্ম দিয়েছেন ৬টি নবজাতক।ডেলিভারি করেছেন ডাঃ নাজনিন সুলতানা লুলু,এ ফসিপিএস (গাইনী এন্ড অব্স) এই অলৌকিক ঘটনা আল্লাহর দয়া একজন মায়ের সাহস আর ধৈর্যের প্রতীক।
তথ্য সূত্র নিশ্চিত করেন জাহাঙ্গীর আলম,
ফিজিওথেরাপিস্ট ন্যাশনাল হাসপাতাল চট্রগ্রাম।
Post Views: ৪২