বুধবার - ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় স্কুলের হলরুমে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মাওঃ আব্দুল ওয়াজেদ। সহকারী শিক্ষক নিমাই চাঁদ সরকারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জি.এম মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, রবীন্দ্র নাথ সরকার প্রমুখ। সভায় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে হাজিরা নিশ্চিত করন, আগামীতে টেস্ট পরীক্ষা ও ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে মোবাইল ফোন কিংবা বাজে সংগে সময় নষ্ট না করে সন্ধ্যার পরে বাড়িতে পড়তে বসে সেজন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। এছাড়া হাজিরা ও পড়ালেখার উন্নয়নের জন্য শিক্ষকবৃন্দ নিয়মিত অভিভাবকবৃন্দের সাথে যোগাযোগ রাখা ও তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ শিক্ষকদের জানাবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn