
গোপালগঞ্জে পাঁচ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়িককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ কেজি গাঁজা সহ নজরুল মোল্লা(৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রবিবার ( ১৮ মে) সকালে উপজেলার দক্ষিণফুকরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণফুকরা এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী নজরুল মোল্লাকে আটক করা হয়।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করে। পরে সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠায়।
Post Views: ৫৪