
খাগড়াছড়ির রামগড়ে প্রকাশ্যে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করলো রুপালী ব্যাংক
রুপালী ব্যাংক পিএলসি দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে, তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায়ও প্রকাশ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণের কার্যক্রম উদ্ভোধন ও গ্রাহক সমাবেশ করেছে ব্যাংকটি।
সোমবার ২৬ মে দুপুর ১২ ঘটিকায় রুপালী ব্যাংক (পিএলসি) রামগড় শাখার উদ্যোগে ও ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এসএম,দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় উপ-ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সফিকুল ইসলাম, পশ্চিম চট্টগ্রাম এর উপ_ ব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে রুপালী ব্যাংক এর প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, প্রান্তিক কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।